শেরপুর নিউজ ডেস্ক: শেরপুর পৌরসভার মোবারকপুরের মহিষের বন নামক এলাকায় তেলবাহী একটি লরির চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেলবাহী লরিটি আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী লরিটি শেরপুর শহর থেকে শ্রীবরদীর দিকে যাচ্ছিল, আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে শহরের দিকে আসছিল। মোবারকপুর এলাকায় পৌঁছালে লরিটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে আহত অবস্থায় আরও একজনকে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আয়নাল হক জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন যোগিন মোড়া নামাপাড়া এলাকার ব্যবসায়ী বেলাল হোসেনের ছেলে আল আমিন (১৭), অপরজন শেরপুর পৌর শহরের বাড়ইপাড়া এলাকার ধিরেন দাশের সন্তান বিকাশ দাশ (৪০)। বিকাশ দাশ তৃতীয় লিঙ্গের ছিলেন।
বিকাশ দাশের মৃত্যুর বিষয়ে শেরপুর জেলা হিজড়া সংগঠনের সভাপতি নিশি সরকার বলেন, বিকাশ মারা গেছে। এটা একটি দুর্ঘটনা, এ বিষয়ে কিছু বলার নেই আমাদের। তবে আমাদের দাবি তার মরদেহ যাতে কাটাছেঁড়া না করা হয়। এজন্য আমরা সবাই শেরপুর সদর হসপিটালে এসেছি।
অন্যদিকে হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম গোলাম হোসেন ইমরান (২২)। তিনি শেরপুর সদর উপজেলার যোগিনীমোড়া নামাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে । তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।
ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসক মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম।
তিনি জানান, ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই তিনি মারা যান।