শেরপুর নিউজ ডেস্ক:
অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন কার্তিক আরিয়ান। এরপর তাদের পথ আলাদা হয়ে যায় অনেক বছর আগেই। এর মধ্যে সোশ্যালে ছড়িয়ে পড়ল তাদের ঘনিষ্ঠ ছবি। প্রাক্তনের ঠোঁটে ঠোঁট রাখা সেই ছবি এই মুহূর্তে সমাজমাধ্যমের আলোচনার কেন্দ্রে।
তাহলে কি নিজেদের মধ্যে সব মিটিয়ে নিলেন অনন্যা ও কার্তিক?
ছবিতে দেখা যাচ্ছে, খোলা রাস্তায় কার্তিকের ঠোঁটে চুমু খাচ্ছেন অনন্যা। পাসপোর্ট দিয়ে কোনো মতে ঢাকছেন চুম্বন। এই ছবি ছড়িয়ে পড়তেই নেটাগরিকের প্রশ্ন, ফের কি ভাঙা সম্পর্কে জোড়া লাগল?
কার্তিকের ঠোঁটে ঠোঁট অনন্যার।
এর আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে বিষণ্ণ হয়ে পড়েন অনন্যা।
তার পরে আম্বানিদের কর্মী ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ভালোই চলছিল সেই সম্পর্ক। কিন্তু তার মাঝেই প্রাক্তন প্রেমিককে চুম্বনের ছবি দেখে চোখ কপালে অনন্যার অনুরাগীদের। হঠাৎ অভিনেত্রীর হল কী?
জানা গেছে, নতুন সিনেমায় ফের জুটি বাঁধছেন কার্তিক ও অনন্যা।
‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ শিরোনামের এ ছবিটি পরিচালনা করছেন সমীর বিদওয়ানস। এই ছবি সমাজমাধ্যমে শেয়ার করে এমনটা জানিয়েছেন এর প্রযোজক করণ জোহর। বর্তমানে ইউরোপে ছবির শুটিং চলছে। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।
২০১৯ সালে ‘পতি পত্নী অউর উয়ো’ ছবিতে জুটি বেঁধেছিলেন অনন্যা ও কার্তিক।
সেই সময়ে পর্দার রসায়ন বাস্তবেও ছড়িয়ে পড়েছিল। অনন্যার মা-ও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কন্যার সঙ্গে কার্তিকের জুটি তার খুবই পছন্দ।