শেরপুর নিউজ ডেস্ক:
নারী ইমার্জিং এশিয়া কাপ শুরু হওয়ার বাকি আর ৪ দিন। তবে এই দিনগুলো শেষ হলেও টুর্নামেন্টটি শুরু হচ্ছে না। কেননা এক বিবৃতি দিয়ে মহাদেশীয় কাপটি স্থগিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এবারের ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা শ্রীলঙ্কায়।
তবে টুর্নামেন্ট শুরুর কদিন আগে এসিসিকে এক চিঠি দিয়ে স্থগিত করার অনুরোধ করেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা। কারণ হিসেবে জানানো হয়, শ্রীলঙ্কার প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়া রোগের বিস্তার বৃদ্ধি।
স্বাস্থ্যগত এমন উদ্বেগের সময় তাই টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে এসিসি। নতুন করে কবে শুরু হবে তা পরে জানিয়ে দিবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আগামী ৬ জুন শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্ট।
আসরটির দ্বিতীয় সংস্করণ হবে শ্রীলঙ্কায়। এর আগে প্রথমটি হয়েছে ২০২৩ সালে। হংকংয়ে হওয়া প্রথম আসরে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।