Bogura Sherpur Online News Paper

জাতীয় খবর

ভারতীয় সংবাদমাধ্যমের খবরটি ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত’: আইএসপিআর

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা করা হচ্ছে দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে, তাকে ‘মিথ্যা’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, ‘বাংলাদেশ সরকার কক্সবাজার-থেকে বান্দরবান পর্যন্ত মিলিটারি অপারেশনস জোন ঘোষণা করতে যাচ্ছে’ শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ যে খবর ছেপেছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। “এ ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা।”

আইএসপিআর বলছে, “প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী ‘সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’ —এ ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা একেবারে ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার।”

প্রমাণবিহীন এ ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে মনে করে আইএসপিআর।

“বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না।”

এ ধরনের প্রতিবেদনকে বানোয়াট হিসেবে তুলে ধরে আইএসপিআর বলছে, এটাকে সাংবাদিকতা বলা যায় না; এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ। “বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us