Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

শেরপুর নিউজ ডেস্ক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়ার দত্তবাড়ীতে জিয়াউর রহমান শিশু হাসপাতালে শুক্রবার ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান এতে দিকনির্দেশনা দেন।

‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ উপলক্ষে লিখিত বক্তব্য দেন জুবাইদা রহমান। তিনি বলেন, হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এ প্রতিরোধক ব্যবস্থাগুলো প্রযোজ্য যাতে আগামীতে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। আজকের এ বিশেষ দিনে হৃদরোগীদের চিকিৎসা সেবা ও প্রতিরোধমূলক পরামর্শ প্রদান অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা এবং হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা দেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, ভারপ্রাপ্ত সেক্রেটারি সাবেক এমপি মোশারফ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গালীব ইমতিয়াজ নাহিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা, বিএমএর আহ্বায়ক ডা. আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডা. ওয়াহেদ ও অন্যান্য নেতারা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, বগুড়া ড্যাবের সাবেক সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী ও অন্যান্য নেতারা এবং বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. জিয়াউর রহমান জিয়া, ডা. আনিসুর রহমান, ডা. মুহম্মদ জহুরুল হক, ডা. জহিরুল ইসলাম, ডা. ইউনুস আলী, ডা. মিজানুল হাসেম শাহীন, ডা. মাহবুবুল ইসলাম জনি, ডা. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. রন্জন রাজিব, ডা. মো. মেহরাব হোসেন, ডা. রাজেদ আল হাসান, ডা. মুরাদ এবং শজিমেক শাখা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us