Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ আটক ৯

 

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ ৯ জনকে আটক করা হয়েছে। গত বুধবার (২৮ মে) রাতভর সেনাবাহিনীর সদস্যরা শহরের অন্যতম মাদক স্পট চকসূত্রাপুর হরিজন কলোনিতে ব্লক রেইড দিয়ে এসব মাদকদ্রব্য ও অস্ত্রসহ তাদের আটক করে। গতকাল সকালে মাদকদ্রব্য ও অস্ত্রসহ তাদের সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

থানা সূত্র জানায়, আটক মাদককারবারিরা হলো-শহরের চকসুত্রাপুর চামড়াপট্টির শবদুল শেখের দুই ছেলে শামসুল হক চঞ্চল (৫৭) ও মুকুল ইসলাম (৩১), একই এলাকার আরিফের ছেলে আল আমিন (২৩), নূরনবীর ছেলে নূর মোহাম্মদ মন্টি (২৩), মৃত মজিবরের ছেলে হালিম ইসলাম (২৪), মৃত মোখলেছের ছেলে সালাম (৪৫), মৃত লোকমানের ছেলে মিরাজুল শেখ (৪০), মৃত হারুনের ছেলে অপু (২৩) ও জালালের স্ত্রী হেনা (৪০)। উদ্ধার করা মাদকদ্রব্য, টাকা ও ধারালো অস্ত্রের মধ্যে রয়েছে-২২শ’ বোতল বাংলামদ, সাড়ে পাঁচ কেজি গাঁজা, ১৪ পুড়িয়া হেরোইন, মাদক বিক্রির ৮৫ হাজার ৩২৭ টাকা, ছয়টি এন্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, একটি ক্যামেরা, ছয়টি রামদা, চারটি চাকু ও একটি হাসুয়া।

সংলিষ্ট সূত্র জানায়, বুধবার রাত পৌনে ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত সেনাবাহিনীর এই অভিযান চলে। ওই এলাকায় ব্লক রেইড দিয়ে মাদক ব্যবসায়ীদের বিভিন্ন বাড়ি থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির টাকা। অভিযানে একজন নারী ও কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ সহ ৯ জনকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটককৃতদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর আভিযানিক দল। এলাকাভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us