Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শিক্ষার গুণগত মান নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে -জেলা প্রশাসক

 

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়াও শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব না।

তিনি মঙ্গলবার উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সুধী সমাবেশে এ কথাগুলো বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. তানজারুল হক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী, দিগদাইড় ইউপি চেয়ারম্যান সহিদুল হক টুল্লু, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান,অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের মাঝামাঝিতে সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ও সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us