Bogura Sherpur Online News Paper

রাজনীতি

চার দাবিতে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

শেরপুর নিউজ ডেস্ক: নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে মসজিদের উত্তর পাশে ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নারীনীতির নামে ধর্মবিরোধী সংস্কার চাপিয়ে দেওয়া হচ্ছে, যা ইসলামী মূল্যবোধ ও পারিবারিক কাঠামোর জন্য হুমকি। তাঁরা নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি জানান। এছাড়া ২০১৩ সালের শাপলা চত্বরসহ সব ‘গণহত্যা’র বিচার, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর ‘গণহত্যা’ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এদিকে, একই দিন কাশ্মির, ফিলিস্তিন ও আরাকানের (রোহিঙ্গা) স্বাধীনতার দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ নামের একটি সংগঠন পৃথক বিক্ষোভ ও মিছিল করে। তাঁরা মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা দাবি করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us