Bogura Sherpur Online News Paper

দেশের খবর

শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি: রিজওয়ানা হাসান

শেরপুর নিউজ ডেস্ক: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট করে বলেছেন, অন্তর্বর্তী সরকার কেবল নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি; বরং এর কাজ তিনটি—সংস্কার, বিচার এবং নির্বাচন—সমান গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা। শুক্রবার (২৩ মে) রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, “আমরা শুধুমাত্র নির্বাচন করার জন্য দায়িত্ব নিইনি। আমাদের দায়িত্ব তিনটি—সংস্কার, বিচার ও নির্বাচন। প্রতিটিই জটিল, প্রতিটিই গুরুত্বপূর্ণ। এই কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতেই আমরা এসেছি।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই নির্বাচন নিয়ে একটি সময়সীমা দিয়েছেন—২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে। আমরা প্রথম থেকেই বলে আসছি, এই সময়ের একদিন এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই। কাজেই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।”

গুঞ্জন চলছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন—এ বিষয়ে রিজওয়ানা বলেন, “দায়িত্ব পালনের ক্ষেত্রে সময়ের একটা সম্পর্ক থাকে। কিছু দায়িত্ব এখন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এসব বিষয়ে যা বলার, সেটা ওনার (প্রধান উপদেষ্টার) কাছ থেকেই শুনবেন।”

চাপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “চাপ বলতে পারফর্ম করতে পারছি কি না, সেটাই একমাত্র চাপ। বাইরে থেকে তেমন কোনো চাপ নেই। রাস্তায় যানজট, প্রতিবন্ধকতা—এসব আমাদের কাজকে কঠিন করছে। সমাধান আলাপ-আলোচনার মাধ্যমেই সম্ভব।”

তিনি জানান, সংস্কার কমিশনগুলো ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে এবং এখন রাজনৈতিক ঐক্য গঠনের প্রক্রিয়া চলছে। “সব দল এখন সংলাপে অংশ নিচ্ছে, বিচার ট্রাইব্যুনালের কার্যক্রম বাড়ছে, নির্বাচন নিয়ে স্পষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে—এগুলো কি অর্জন নয়? এগুলো আমাদের দায়িত্ব পালনেরই অংশ,” বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “দায়িত্ব পালনে আমরা কতটা সফল হচ্ছি, সেটাই নির্ধারণ করবে আমরা থাকব কি থাকব না। যদি সফল না হই, তাহলে যার যার জায়গায় ফিরে যাব। কিন্তু যদি সফল হই, তাহলে আমাদের দায়িত্ব পালন করার যৌক্তিকতাও প্রমাণিত হবে।”

তিনি বলেন, “আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি। সেই দায়িত্ব পালনে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। প্রত্যাশা এক জিনিস, কিন্তু বাস্তবে কাজ করে ফল দেখানোই আসল চ্যালেঞ্জ।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us