Bogura Sherpur Online News Paper

পড়াশোনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি স্থাপনার নাম পরিবর্তন

শেরপুর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম পুনঃস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সিন্ডিকেটের ৫৩৯তম সভায় এই স্থাপনাগুলোর পুনঃনামকরণ করা হয়।

তবে এসব নাম পরিবর্তন করায় ব্যাপক সমালোচনা শুরু শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। নারী শিক্ষার্থীরা বলছেন, মেয়েদের হলের নাম কেন জুলাই-৩৬ হবে?

এদিকে পুনঃনামকৃত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুইটি হল, প্রশাসন ভবণ, স্টেডিয়াম, একাডেমিক ভবণ, স্কুল ও দুইটি গেইট।

পরিবর্তনকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম করা হয়েছে ‘বিজয়-২৪ হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুলাই-৩৬ হল’, সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নাম রাখা হয়েছে ‘প্রশাসন ভবণ-১’, মনসুর আলী প্রশাসন ভবনের নাম রাখা হয়েছে ‘প্রশাসন ভবন-২’, তাজউদ্দীন সিনেট ভবনের নামকরণ করা হয়েছে ‘সিনেট ভবন’।

সেই সঙ্গে শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম’, ড. কুদরত-ই-খুদা ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাবির ইবনে হাইয়ান ভবন’, ড. ওয়াজেদ আলী মিয়া ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জামাল নজরুল ভবন’, কৃষি অনুষদ ভবনের নাম রাখা হয়েছে ‘কৃষি ভবন’, শেখ রাসেল স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রাবি মডেল স্কুল’, কাজলা গেটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ সাকিব আঞ্জুম গেইট’, বিনোদপুর গেইটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ আলী রায়হান গেইট’।

এদিকে মেয়েদের হলের নাম পরিবর্তন নিয়ে এক নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মেয়েদের হলের নাম জুলাই ৩৬,এটা কেমন একটা শোনাচ্ছে না? অন্যান্য হলের সাথে বিন্দুমাত্র মিল নাই। কেউ হঠাৎ করে শুনলে বুঝবেই না যে এটা ছেলেদের হল নাকি মেয়েদের।নামই যদি পরিবর্তন করা হবে তাহলে মেয়েদের অন্যান্য হলের নামের সাথে সামঞ্জস্য রেখে নামকরণ করা উচিত ছিল।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us