শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রয়াত সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ২টার দিকে কলেজের হলরুমে এই দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের নবাগত অধ্যক্ষ মোহাম্মাদ জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গর্ভনিং বডির সভাপতি কেএম মাহবুবার রহমান হারেজ।
স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক মোছা. সামসুন্নাহার, সহকারি অধ্যাপক মেহেদী হাসান, শিক্ষক মাহবুবুল আলম, মো. নাহিদ আল মালেক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান শাহীন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মাও. মো. সোহাইল আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত শিক্ষকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় কলেজের শিক্ষক-কর্মচারী ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।