Bogura Sherpur Online News Paper

অপরাধ জগত

ত্রিশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন!

শেরপুর নিউজ ডেস্ক:

ত্রিশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে এক বন্ধুকে আরেক বন্ধু খুন করে। মঙ্গলবার (২০ মে) এ ঘটনায় মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা থেকে আসামি রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর হত্যার কারণ বেরিয়ে এসেছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হত্যার শিকার হয়েছেন মমিন। রাকিব ও মমিন বন্ধু। রাকিব পরিচ্ছন্নতা কর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী। গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে।

তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিনকে দিয়ে দিলে আলামিন চলে যায়। অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। রাত ৯টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাস্তার ওপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভুক্তভোগী মমিনকে আম বিক্রির ১০০ টাকা দেয়। ১০০ টাকা টাকা পেয়ে মমিন আরও ৩০ টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পরে দুজন বাড়ি চলে যায়। পরদিন ১৩ মে সকাল ১০টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ময়লার ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ঐ টাকা নিয়ে তর্ক হয়। তর্কের একপর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে আঘাত করে। এতে মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশা ডেকে এনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়। এ মামলায় রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রাকিব। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us