শেরপুর নিউজ ডেস্ক:
শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী কাপুর-বলিউডে এমন গুঞ্জন চলছে বহুদিন ধরে। একসঙ্গে নানা যায়গায় দেখা গেছে এই জুটিকে- হোক সে মন্দির, পূজা বা পার্টি। এ নিয়ে কখনও টু শব্দটি করেননি শ্রীদেবী কন্যা। তবে আদর করে শিখর পাহাড়িয়াকে যে তিনি শিখু বলে ডাকেন, তা একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন কফি উইথ করণের এক পর্বে, বোন খুশিতে সাথে নিয়ে সেই পর্বে অংশ নিয়েছিলেন তিনি।
এবার এই জুটি একসঙ্গে পৌঁছে গেছেন কান ফিল্প ফেস্টিভ্যালে। জাহ্নবী কাপুর এবং ঈশান খট্টরের সিনেমা ‘হোমবাউন্ড’ এবারের কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ আন সার্টেন রিগার্ডের জন্য নির্বাচিত হয়েছে। সেই কারণের খুশির কান যাত্রা, যেখানে তাকে সঙ্গ দিচ্ছেন শিখর।
১৯ মে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, একটি প্লেটে প্যানকেক, যার ওপর চকলেট সসে লেখা ছিল ‘কানস রেডি? টি-১ ডে!’ এদিকে বোনের সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে খুশি কাপুরও পৌঁছেছেন কানে, খুশির সঙ্গে দেখা গেছে তার বেস্ট ফ্রেন্ড ওরিকে।
তাদের ঝলমলে ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলো শেয়ার করেছেন করণ জোহর। ছবিগুলিতে দেখা যাচ্ছে, করণ জোহরের পাশে তারা তিনজন রয়েছেন। সেখানে উজ্জ্বল হাসিতে পোজ দিয়েছেন তারা। তবে তাদের সঙ্গে জাহ্নবীকে দেখা যায়নি।
করণ ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে লিহেছেন, ‘হ্যাঁ, আমরা কানে! প্রথম দিন!’ এদিকে, ঈশান খট্টরও পৌঁছে গেছেন কানে। সেখান থেকে তার নিজের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
করণ জোহর ইনস্টাগ্রামে লিখেছেন, “হোমবাউন্ড’ হল প্রতিভা, দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার এক অসাধারণ সিনেমা। মার্টিন স্করসেজি, সিনেমার একজন সত্যিকারের কিংবদন্তি। তার অসাধারণ দৃষ্টিভঙ্গি, প্রজ্ঞা এবং সমর্থন দিয়ে তিনি আমাদের চলচ্চিত্রকে একটি বিরল শৈল্পিক উচ্চতায় উন্নীত করেছেন।”
এরপর তিনি লিখেছেন, “অসাধারণ, প্রতিভাবান অভিনেতা এবং কানের মর্যাদাপূর্ণ মঞ্চে, আমরা বিশ্বজুড়ে দর্শকদের সাথে ‘হোমবাউন্ড’র শক্তিশালী গল্প ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!”
‘হোমবাউন্ড’ প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র। আর ‘হোমবাউন্ড’ নির্মাণ করেছেন নীরজ ঘায়ওয়ান।