Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

মোস্তাফিজ-হাসানের বোলিংয়ে জয় পেল বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক:

জয়ের জন্য শেষ ৫ ওভারে সংযুক্ত আরব আমিরাতের প্রয়োজন ছিল ৫৩ রান। ক্রিজে তখন ৯ বলে ২৮ রান করা আসিফ। ১৫ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করা বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ জয়ের স্বপ্ন দেখতেই পারে আরব আমিরাত। কিন্তু সেই স্বপ্ন ভেঙ্গে দিয়েছে মোস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদ।

এই দুই বোলার এসে ৪ ওভারে ১৯ রান দিয়ে আসিফ সহ তুলে নিয়েছে ৩ উইকেট। আর এতেই শেষ বলে অলআউট হওয়ার আগে দলটি তুলতে পারে ১৬৪ রান। শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ।প্রথম টি-টোয়ের্টিতে ২৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

 

বাংলাদেশের ১৯১ রানের জবাব ভালো করেই দিচ্ছিল আরব আমিরাত। ৭ ওভারেই তারা তুলে ফেলেছে ৭১ রান। হারিয়েছে মাত্র ২ উইকেট। তৃতীয় উইকেটে রাহুল চোপড়াকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন মোহাম্মদ ওয়াসিম। ৪২ বলে ৬২ রানের সেই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে তানজিম হাসান সাকিব। ফেরার আগে ওয়াসিম করেন ৩৯ বলে ৫৪ রান। এরপর ৩৫ রান করা রাহুলকেও ফেরান তানজিম।

এরপর শুরু হয় আসিফ শো। টানা তিন বলে তিন ছক্কা হাকান বাংলাদেশের নতুন সহ–অধিনায়ক মেহেদী হাসানকে। কিন্তু তাকে কেউ সঙ্গ দিতে না পারায় শেষ পর্র্ত ২১ বলে ৪ ছক্কায় ৪২ রান করে আউট হয়ে যান তিনি।

এর আগে টস হেরে সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞদের বেঞ্চে রেখে মাঠে রামে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের দল। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে পারভেজ ইমনের ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন ইমন। ঝোড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন মাত্র ২৮ বলে। এর পরের পঞ্চাশ রান করেছেন ২৫ বলে। সবমিলিয়ে ৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার।

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলার দিনে রেকর্ড ৯টি ছক্কা হাঁকান বাংলাদেশের এই ওপেনার, সঙ্গে ছিল পাঁচটি চারের মার। সেঞ্চুরির পরের বলেই আউট হয়ে যান এই ব্যাটার।

প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন তামিম। তবে সাজঘরে ফিরেছেন উইকেটে থিতু হওয়ার আগেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন মতিউল্লাহ খান। সেখানে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তামিম। সাজঘরে ফেরার আগে ৯ বলে ১০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।

তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ একটি ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশের অধিনায়ক। ৮ বলে ১১ রান করেন তিনি। পাওয়ার প্লে’তে বাংলাদেশ করে দুই উইকেটে ৫৫ রান।

এরপর তাওহিদ হৃদয়-জাকের আলিরা শুরু পেলেও উইকেটে থিতু হতে পারেননি। এ ছাড়া শেখ মেহেদি-শামিম পাটোয়ারীরাও দ্রুত ফিরেছেন। এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মাঝেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন পারভেজ ইমন। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৫৪ বলে ১০০ রানে। এতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us