শেরপুর নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা শনিবার (৭ জুন) সারাদেশে ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। অন্যসব সাধারণ মানুষের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরাও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।
ঈদের ছুটিতে বেশিরভাগ ক্রিকেটারই অবস্থান করছেন নিজ শহর কিংবা পরিবারের পাশে। জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম রয়েছেন নিজ জেলা বগুড়ায়। সেখান থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পারিবারিক ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায় তার ছেলে মায়ানকেও। পোস্টের ক্যাপশনে দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
অন্যদিকে, ডানহাতি পেসার তাসকিন আহমেদ ঈদ পালন করছেন রাজধানী ঢাকায় পরিবারের সঙ্গে। স্ত্রী ও সন্তানদের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনিও। ছবিতে তাসকিনের বাবা, দুই কন্যা এবং পুত্র তাসফিনকেও দেখা যায়। তাসকিনও ভক্ত-অনুরাগীদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
তবে এই ঈদের ছুটি দীর্ঘ হচ্ছে না ক্রিকেটারদের জন্য। আগামী ১৩ জুন শ্রীলঙ্কা সফরের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। এর আগে, সফরকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু হবে আগামী ৯ জুন থেকে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এই ক্যাম্পে শুরু থেকেই উপস্থিত থাকবেন দলের কোচিং স্টাফের সদস্যরাও।
সফরের আগে ঈদে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও মাঠের প্রস্তুতিতে ফিরবেন টাইগাররা।