শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য ও হামলার ঘটনায় করা মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আওলাকান্দি চারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম ওরফে বাদশা (৪৯)। তিনি সুঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বাড়ি আওলাকান্দি দহপাড়া গ্রামে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, ২০২৪ সালের ২ নভেম্বর শেরপুর থানায় হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় হত্যা চেষ্টা, গুরুতর জখম ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ আনা হয়েছে।