Bogura Sherpur Online News Paper

অপরাধ জগত

রমনা বটমূলে বোমা মামলায় হুজির ৯ জনের সাজা কমে ১০ বছর, ২ জনের যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক:

 

দুই যুগ আগে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। হরকাতুল জিহাদ (হুজি) এ হামলা চালিয়েছিল। সে ঘটনায় করা হত্যা মামলায় বিচারের দুটি ধাপ পেরোতে লাগল ২৪ বছর। মঙ্গলবার হাইকোর্ট বিচারের দ্বিতীয় ধাপে দণ্ডিত ১৪ আসামির মধ্যে ৯ জনের সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. তাজউদ্দিনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং শাহাদাতউল্লাহ জুয়েলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। ডেথ রেফারেন্স খারিজ এবং আসামিদের আপিল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে হাইকোর্ট বলেন, রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে যে বোমা হামলা করা হয়েছিল সেটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বর্বর হত্যাকাণ্ড। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, হুজি এ বোমা হামলা চালিয়েছে। বাঙালির সার্বজনীন এই অনুষ্ঠানে এ ধরনের হামলা সংস্কৃতির ওপর বড় ধরনের আঘাত এবং এটা মানবতাবিরোধী অপরাধ।

রায়ে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হুজি প্রধান মুফতি আব্দুল হান্নানের অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুর রউফ ও ইয়াহিয়া মারা যাওয়ায় তাদের আপিল অকার্যকর ঘোষণা করেছে।

যাদের সাজা কমে ১০ বছর

নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আকবর হোসেন, আরিফ হাসান সুমন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আব্দুল হাই ও শফিকুর রহমানকে সাজা কমিয়ে দণ্ডবিধির ১২০(বি)তে ১০ বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে হাইকোর্ট। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা হান্নান সাব্বির, শেখ ফরিদ ওরফে শওকত ওসমান ও আবু তাহেরের সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত জুয়েল বিচারের শুরু থেকেই পলাতক রয়েছেন।

এদিকে এ রায়ে সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষেল কৌঁসুলিরা। মামলা পরিচালনাকারী আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি সাংবাদিকদের বলেন, রায়ের অনুলিপি পাওয়ার পর তা পর্যালোচনা করে আপিল করা হবে।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, হাইকোর্টের তিনটি বেঞ্চ ঘুরে চতুর্থ বেঞ্চে মামলাটি এতদিন পর নিষ্পত্তি হয়েছে এতেই আমরা খুশি। আসামিদের জবানবন্দি ছিল পরস্পরবিরোধী। এ ধরনের জবানবন্দির ভিত্তিতে কাউকে সাজা দেওয়া যায় না।

তিনি বলেন, যাদের ১০ বছর সাজা দেওয়া হয়েছে তাদের সাজা খাটা শেষ হয়ে গেছে। আমরা আসামিদের নির্দোষ ঘোষণার জন্য এ রায়ের বিরুদ্ধে আপিল করব। শুধু আসামি কেন ভিকটিমরা যেন ন্যায় বিচার পায় সেটাও আমাদের কাম্য।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us