Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

জাতীয় নির্বাচন যখনই হোক না কেন তার আগে সংস্কার জরুরি : বগুড়ায় চরমোনাই পীর

জাতীয় নির্বাচন যখনই হোক না কেন তার আগে সংস্কার জরুরি : চরমোনাই পীর
শেরপুর নিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক না কেন তার আগে সংস্কার জরুরি। সংস্কার ও নির্বাচন উভয়ই করতে হবে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বগুড়া জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, নারী সংস্কার কমিশনসহ তাদের কুরআন সুন্নাহবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করে দুর্নীতিবাজদের গ্রেফতার করতে হবে। তাদের অবৈধ সম্পদ বায়েজাপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষে ইসলামী সমাজভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। শাপলা চত্বরে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সংগঠনের জেলা শাখার সভাপতি আ.ন.ম মামুনুর রশিদের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নেতা মাওলানা আব্দুল মতিন, সহকারী অধ্যাপক মুফতি ইমদাদুল হক, মাওলানা শাহজালাল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল লতিফ, মুহাম্মাদ শাহিন আলম, মুহাম্মাদ সোহরাব হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, মাওলানা আলতাব আলী, মাওলানা সুলতান মাহমুদ, আব্দুর রউফ রাজু, মুহাম্মাদ ফরহাদ হোসেন মন্টু, মুহাম্মাদ নাঈম হাসান। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা গণসমাবেশে যোগ দেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us