Bogura Sherpur Online News Paper

বিনোদন

বিয়ের একমাস পরই অভিনেতা শামীমের স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন

শেরপুর নিউজ ডেস্ক:
বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। তাকে ঘিরে হুট করেই উত্তাল দেশের নাট্যাঙ্গন। তার বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন নবাগত অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে মাদক গ্রহণেরও। যদিও সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

এরপর সংবাদ সম্মেলনের এক পর্যায়ে অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন শামীম। এরপর এক মুঠোবার্তায় শামীম জানান, একসঙ্গে দুটো প্রেম অর্থাৎ ডাবল টাইমিং করেছেন অহনা।

শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে অভিনেতাকে পাল্টা প্রশ্ন ছোড়েন অহনা রহমান। বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘ডাবল টাইমিং? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কী এমন অপবাদ দিয়েছেন?’

এই ঘটনার পরই শামীমের বিরুদ্ধে শুটিংসেটে দুই বছর আগের এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী, বাচিক শিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা। যেখানে তিনি শামীম হাসান সরকারকে ‘ভাঁড়’ বলে সম্বোধন করেছেন। একইসঙ্গে অভিনেত্রী দাবি করেছেন, শামীমের ব্যবহারের কারণে তাকে জুতাপেটা করতে চেয়েছিলেন তিনি।

এদিকে গত ৪ এপ্রিল আইন বিভাগে অধ্যয়নরত আফসানা আক্তার প্রীতিকে বিয়ে করেন শামীম হাসান সরকার। পরিচয়ের মাত্র আট মাসের মাথায় বিয়ে করেন তারা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সবকিছু ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই শামীমের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ এবং মিডিয়াতে তার প্রাক্তন প্রেমিকা নিয়ে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তি হয় এই অভিনেতার।

এবার গুঞ্জন উঠেছে বুধবার (৭ মে) রাতে শামীমের স্ত্রী অভিমানে তার বাসা ছেড়ে চলে গেছেন। তাদের বিয়ের মাত্র এক মাস না গড়াতেই এমন গুঞ্জন রীতিমতো শোরগোল ফেলে দেয় নেটিজেনদের মাঝে।

বিষয়টি শামীমের নজরে আসলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুঞ্জন উড়িয়ে দেন তিনি। বৃহস্পতিবার (৮ মে) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে শামীম লিখেছেন, ‘আমার স্ত্রী আমার সঙ্গে আছে। ভিউজের জন্য অসুস্থ নিউজ করবেন না। ভালো থাকবেন। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us