ষ্টাফ রিপোর্টার: শেরপুরের রুবেল মেশিনারীজের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আমজাদ হোসেন (৭০) শুক্রবার রাত ৩টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তার প্রথম নামাজে জানাযা শনিবার বেলা ১১টায় দাড়কিপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
বাদ জোহর তার নামাজে জানাযা শেষে তাকে ধুনটের নাগেশ্বরগাতীতে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র এবং ৩ কন্যাসহ নাতিনাতনী, আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।