Bogura Sherpur Online News Paper

শেরপুর

আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজ বগুড়ার প্রতিষ্ঠার ৪০ বছর উদযাপিত

শেরপুর নিউজ : আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজ বগুড়ার “প্রতিষ্ঠার ৪০ বছর” শীর্ষক অনুষ্ঠান গত শুক্রবার ( ২ মে) দিনব্যাপী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যতায় উদযাপিত হয়েছে । এ প্রতিষ্ঠানের আ্যালামনাই আ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, আরডিএ, বগুড়া’র মহাপরিচালক ড. এ, কে, এম অলি উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ প্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্র, অ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক এ. এম. আনোয়ার হোসেন বিমান। সঞ্চালনায় ছিলেন অ্যালামনাই এসোসিয়েশন এর সাংগঠিনক সম্পাদক রেজাউল হক মিলন।

এ অনুষ্ঠানের লক্ষ্য ছিলো আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের ৪০ বছরের ইতিহাসকে উজ্জীবিত করা এবং উদ্দেশ্য ছিলো – বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি করা, এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় যাদের অবদান রয়েছে তাদের বিশেষ সম্মাননা দেওয়া এবং অ্যালামনাই এসোসিয়েশনকে সুপ্রতিষ্ঠিত করা।

দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টার দিকে স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন, এসেম্বলি, কেক কর্তন, র‌্যালি অনুষ্ঠিত হয়। অতঃপর অডিটোরিয়ামে শুরু হয় অলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে জনাব এ. এম. আনোয়ার হোসেন বিমান কর্তৃক নির্মিত “আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠার ৪০ বছর” শীর্ষক ডকুমেন্টারী বড় পর্দায় প্রদর্শন করা হয়। যা উপস্থিত সকলের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। স্মৃতিচারণ, অতিথিবৃন্দের বক্তব্য ও সম্মাননা প্রদানের মধ্যদিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।

জুমার নামাজ ও মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা কবিতা, কৌতুক, নৃত্য ও গান পরিবেশন করে অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলে। পরিশেষে সভাপতি তার সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে আরডিএ ল্যাব স্কুল এন্ড কলেজের ৭ শতাধিক প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us