Bogura Sherpur Online News Paper

দেশের খবর

শেরপুরে জোড়গাছা ব্রিজসংলগ্ন বাঙালি নদীতে দর্শনার্থীদের জন্য উপজেলা প্রশাসনের সতর্কবার্তা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের জোড়গাছায় বাঙালি নদীতে দর্শনার্থীদের জন্য সতর্কবার্তা দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের শেরপুর উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেইজ থেকে এই সর্তকবার্তা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের জোড়গাছা ব্রিজসংলগ্ন বাঙালি নদী এলাকাটি সামান্য গভীরতায় পানির প্রবাহমান স্রোতের বদৌলতে খুব অল্প সময়ের মধ্যেই ভ্রমণপিপাসুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এজন্য দূর দূরান্ত অনেক দর্শনার্থী সে দৃশ্য অবলোকনের জন্য আসছেন। একইসাথে অনেকে পানিতে নেমে গা ভিজিয়ে আনন্দ করছেন। এটি একটি সাময়িক অবস্থা। যেহেতু এটি কোনো পরিকল্পিত বিনোদন স্পট নয়, সেহেতু এখানে যা কিছু হচ্ছে তা কেবল গত এক সপ্তাহের ব্যবধানে লোকজনের মাঝে ছড়িয়ে যাওয়া বার্তার মাধ্যমেই। প্রতিদিন হাজারের বেশি দর্শনার্থী আসছেন এবং খুব অল্প জায়গায় অনেকে একত্রে জড়ো হচ্ছেন।

অত্যন্ত পরিতাপের বিষয় যে, আজ সকালে আরডিএ ল্যাবরেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদাত পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। উপজেলা প্রশাসন, শেরপুর, বগুড়া এই মৃত্যুর ঘটনায় আন্তরিকভাবে দু:খপ্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। কোনো মৃত্যুই কারো নিকট কাম্য নয়, তদুপরি এই অল্প সময়ে সাদাতের এভাবে চলে যাওয়া, এরকম নিদারুণ পরিণতি তার পরিবারের জন্য একটি দারুণ আঘাত। আমরা চাইনা আমাদের আর কোনো পরিবারের সন্তান এভাবে আমাদের ছেড়ে চলে যাক। আল্লাহ আমাদের সহায় হউন।

শেরপুরবাসীর প্রতি আহ্বান, নিজ নিজ ক্ষেত্র থেকে আমরা আরও দায়িত্বশীল আচরণ করি। যেকোন অতিরিক্ত কোনো কিছুই কারও জন্য দিনশেষে মঙ্গল বয়ে আনে না। আজকে একটি মৃত্যুর পর আমরা আগামীকাল সব ভুলে আগের মতো একইরকম আচরণ করলে এই পরিণতি যে কারও জীবনেই চলে আসতে পারে। আমরা নিজেদের খেয়াল রাখার পাশাপাশি নিজ সন্তানদের প্রতিও যেন একইরকম সদয় দৃষ্টি রাখি।

জোড়গাছা ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকদিনে মানুষের চলাচল এবং গোসলের কারণে ব্রিজের নিচে কিছু পিচ্ছিল জায়গা এবং পানির নিচে গর্ত রয়েছে। গর্তসমূহ ইটের খোয়া দিয়ে পূর্ণ করা হয়েছে। এছাড়া বাঁশ দিয়ে সীমানা চিহ্নিত করার জন্য বলা হয়েছে। পানির স্রোত বিপজ্জনক না হলেও এ ধরনের সতর্কতা অবলম্বন করার জন্য প্রত্যেককে সতর্ক করা হলো।

সুঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান -২ জনাব আবু হাসানকে উক্ত এলাকায় মাইকিং এর মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশসহ অন্যান্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে। আমরা আশা করি, যারা সেখানে ঘুরতে যাবেন তারা উক্ত নির্দেশনাসমূহ মেনে চলবেন।

যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন, শেরপুর থানা ও ফায়ার সার্ভিসকে জরুরি ভিত্তিতে অবগত করানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us