Bogura Sherpur Online News Paper

বিনোদন

নেটফ্লিক্সে সেরা তিনে নতুন জুটি ইব্রাহিম খান ও খুশি কাপুর

শেরপুর নিউজ ডেস্ক:

দুই তারকার সন্তান জোট বেঁধেছেন একঝাঁক তারকার সঙ্গে। স্বভাবতই সিনেমাটি নিয়ে আলোচনার শেষ নেই। বলা হচ্ছে ‌‘নাদানিয়ান’ ছবির কথা। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান ও শ্রীদেবীর কন্যা খুশি কাপুর। তাদের সঙ্গে ছবিটিতে অভিনয় করেছেন সুনীল শেঠি, মাহিমা চৌধুরী, দিয়া মির্জার মতো তারকারা।

ইব্রাহিম-খুশি দারুণ রসায়নে জমজমাট করে তুলেছেন সিনেমাটিকে। তার সাফল্যও মিলেছে নেটফ্লিক্সে। ছবিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

নেটফ্লিক্স বলছে, ২০২৫ সালের সর্বাধিক দেখা ভারতীয় সিনেমার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ‘নাদানিয়ান’।

শাওনা গৌতম পরিচালিত রোমান্টিক কমেডি ছবি ‘নাদানিয়ান’। নেটফ্লিক্সে দুই সপ্তাহে ৮.২ মিলিয়ন ভিউ অর্জন করেছে। ভারতসহ বেশ কিছু দেশে এটি শীর্ষ ৩ তালিকায় স্থান পেয়েছে। ভারতীয় দর্শকদের মধ্যে প্রথম সপ্তাহে এটি দ্বিতীয় স্থানে থাকলেও দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান, মালদ্বীপ, ওমান, বাংলাদেশসহ বেশ কিছু দেশে শীর্ষস্থানে পৌঁছেছে।

নেটফ্লিক্সের ডেটা অনুযায়ী প্রথম সপ্তাহে ৩.৯ মিলিয়ন ভিউ নিয়ে সর্বাধিক ভিউয়ের তালিকায় ৫ নম্বরে ছিল ছবিটি। দ্বিতীয় সপ্তাহে এটি ৪.৩ মিলিয়ন ভিউ পেয়ে ৩ নম্বরে উঠে এসেছে। দুই সপ্তাহে ছবিটি মোট ৮.২ মিলিয়ন ভিউ পেয়েছেল।

এ ছবির আগে অবস্থান করছেন ‘পুষ্পা ২’ এবং ‘ধুম ধাম’। ‘নাদানিয়ান’ ছবির পরে আছে ৪ নম্বরে ‘ডাকু মহারাজ’, ৫ মিলিয়ন ভিউ ও ৫ নম্বরে ‘বিদামুয়ারচি’, ৪.৩ মিলিয়ন ভিউ। আগামী দিনগুলোতে এটি আরও জনপ্রিয় হয়ে উঠবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us