Bogura Sherpur Online News Paper

বিনোদন

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড এবার পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক:
গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ সিজন-২ আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানী ঢাকার ‘হলিডে ইন’ পাঁচ তারকা হোটেলে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হবে। এবারের অনুষ্ঠানটি ব্যাপক বর্ণিল ও বর্ণাঢ্যময়ভাবে সাজানো হয়েছে।

অনুষ্ঠানে বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক বিশিষ্ট ফটোগ্রাফার নুর উদ্দিনকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হবে।

এবার গ্লোবাল স্টারে জুরি- চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ, সাংবাদিকতা এবং আবৃত্তি সহ ৩০ টি বিভাগে সেরাদের পুরস্কার প্রদান করা হবে। জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোরশেদ, চিত্রনায়িকা রোজিনা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, ট্রাব সভাপতি সালাম মাহমুদ, কোরিওগ্রাফার ইভান শারিয়ার সোহাগ ও ডা. গ্লোবাল স্টার কমিউনিকেশন এর চেয়ারম্যান মাশায়েদ রহমান মুন, বিনোদন রিপোর্টার মাসুদ রনো।

পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিকে জমকালো করার জন্য থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, রবি চৌধুরী, ন্যান্সি, তানজিন তিশা, আনিকা কবির শখ, মৌসুমি হামিদ, প্রিয়া জান্নাতুল, আব্দুন নুর সজল, বারিশ হক, স্টাইলিস কোরিওগ্রাফার গৌতম সাহা সহ তারকাদের নাচ ও গানের পরিবেশনা।

গ্লোবাল স্টার কমিউনিকেশন এর সিইও আর কে রিপন জানান, বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে দেশে এবং দেশের বাহিরে মানুষদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে আমাদের এই সংগঠন। এ লক্ষে ইতোমধ্যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us