Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

সিরিজ সেরা খেলোয়াড় মিরাজ

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের অসাধারণ প্রদর্শনী দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে করেছেন ১৫৫ রান। আর বল হাতে তুলে নিয়েছেন ১০ উইকেট। এতে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এই জয়ে পাকিস্তানিদের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়টি একরকম অবিশ্বাস্য ছিল। প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর লিটন দাসের সঙ্গে ১৫৬ রানের অনবদ্য এক জুটি করেন মিরাজ। তবে সেঞ্চুরি করতে আক্ষেপ নিয়ে ফিরতে হয় মিরাজকে। ৭৮ রানে আউট হয়ে যান তিনি।

তবে দ্বিতীয় ইনিংসে অবশ্য মিরাজকে মাঠে নামতে হয়নি। তার আগেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এই ইনিংসে উইকেটও পাননি ডানহাতি স্পিনার। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রান খরচায় ৫ উইকেট শিকার করে রাওয়ালপিন্ডির অনার্সবোর্ডে নাম লেখান মিরাজ।

এর আগে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৫ উইকেট (১+৪) শিকার করেছিলেন মিরাজ। ওই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে করেন ৭৭ রান। দ্বিতীয় ইনিংসে মিরাজ ব্যাটিংয়ে নামার আগেই জয় পায় বাংলাদেশ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us