Bogura Sherpur Online News Paper

বিনোদন

শিক্ষার্থীদের ওপর সহিংসতার প্রতিবাদ জানালেন ৩ নায়িকা

শেরপুর নিউজ ডেস্ক: কোটা আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শিল্পীরা। শোবিজ তারকারা ফেসবুকে এই আন্দোলন নিয়ে তাদের মতপ্রকাশ করছেন।

রংপুরে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ (২২) নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আবু সাঈদের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী, কন্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।

বুধবার (১৭ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নিহত আবু সাঈদের একটা স্কেচ পোস্ট করে তিনি লেখেন, ‘বুক চিতিয়ে দাঁড়ানো এই নিরস্ত্র মানুষটাকে সরাসরি গুলি করা পুলিশ ভাই কি কাল রাতে ঘুমাতে পেরেছেন? উনার কি কোনো সন্তান আছে? সেই সন্তানের চোখের দিকে তাকাতে উনার কি একটুও লজ্জা লাগবে না!’ পোস্টের নিচে তিনি ‘আমি কোটা সংস্কারের পক্ষে’ লিখে ট্যাগও করেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নিজের ফেসবুকে তিশা লেখেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার কারিগর। কিন্তু আজ ভালো নেই আমার দেশ, আমার শহর। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। খুব দ্রুত চলমান সংকটের সমাধান হবে সেটাই প্রত্যাশা করছি।’

রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ।

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‌‘আবু সাঈদ আমার ভাই৷ সে আমার দাদার দেশের মানুষ। বাড়ি পীরগঞ্জ রংপুর। তাকে তো মেরে ফেলা হয়েছে দেখেছেন সবাই। শুধু আমার না আপনারও ভাই। আমি সুবাহ ১৯৭১ দেখিনি কিন্তু আবু সাইদকে বীরের মতো শহিদ হতে দেখেছি। কিন্তু কথা হলো কে নিবে তার প্রতিশোধ আপনি? আমি? আমরা!! হাহাহা কেউ না। আজ এত হইচই করছেন যারা তারাই কালকে নীরব হয়ে যাবেন। সবাই ভুলে যাবে সব কিছু বাংলাদেশ এক জিনিস বেশি দিন চলে না রে ভাই। অনেক কিছুই লিখতে চাই কিন্তু আমরা তো গোলাম তাই চাইলেও লিখতে পারবেন না মন খুলে উচিত কথা বলতে পারবে না। আগে বাক স্বাধীনতার জন্য প্রতিবাদ করুন তার পর না হয় অন্য কিছু।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us