Bogura Sherpur Online News Paper

অপরাধ জগত

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

 

শেরপুর নিউজ ডেস্ক:
রাজশাহী মহানগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক। নিহত আকরাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করত। এ ঘটনার প্রতিবাদ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে উত্ত্যক্তকারীরা বাড়িতে এসে হুমকি দেয়। এরপর বুধবার রাতে আকরামকে ইট দিয়ে আঘাত করে আহত করে উত্ত্যক্তকারীরা। আহত আকরামকে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলাকার নান্টু, বিশাল ও রতনসহ বেশ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক হাসান বলেন, তালাইমারি শহিদ মিনারের পাশে বখাটেদের হামলায় আহত হন আকরাম হোসেন। পরে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us