Bogura Sherpur Online News Paper

রাজনীতি

আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব: ফারুক

শেরপুর নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।ফারুক বলেন, ‘নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার চলমান প্রক্রিয়া। সব সংস্কার করতে বর্তমান সরকারের তিন-পাঁচ বছর সময় লাগবে। এই তিন থেকে পাঁচ বছর কী আপনারা ক্ষমতায় থাকবেন?’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন দেন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে, তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরও অনেক দাবি-দাওয়া তখন আসতে পারে। সেগুলো আমলে নিয়ে সংস্কার করবে নির্বাচিত সরকার।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us