সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / নতুন চমক নিয়ে আসছেন আলিয়া ভাট

নতুন চমক নিয়ে আসছেন আলিয়া ভাট

শেরপুর নিউজ ডেস্ক:

আলিয়া ভাট বর্তমানে বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী। একদিকে ছোট্ট রাহা আর রণবীর কাপুরকে নিয়ে তার সুখের সংসার। তিনি আবার এদিকে পেশাদার জীবনে একের পর এক চমক দিচ্ছেন। এখন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তার সহঅভিনেতা রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

আলিয়া এই সিনেমার জন্য ২০০ দিনের বেশি সময় দিয়েছেন। বানসালি সিনেমাটির কাজ আসছে অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চান। তবে আলিয়া ভক্তদের নতুন চমক দিতে যাচ্ছেন। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ আশ্বিন ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন।

 

 

তিনি নতুন চলচ্চিত্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছেন আর সেই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। তাই এ নায়িকাকে নিয়ে চলছে আলোচনা। ছবিটি নির্মিত হবে বিগ বাজেটে। এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি। পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে কাজ করা নিয়ে আলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত। ইতিমধ্যেই গল্প পড়েছেন তিনি। পছন্দও করেছেন।

জানা যায়, আলিয়ার সঙ্গে নাগ আশ্বিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলিয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করে নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন। নভেম্বরে একটি অন্য সিনেমায় কাজের কথা আছে তার। এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সবরকম কাজ শেষ করতে চান।

তবে আলিয়ার চরিত্রের ব্যাপারে কিছু জানা যায়নি। সেইসঙ্গে ছবিটির নামও জানা যায়নি। এটাও নিশ্চিত হওয়া যায়নি ছবিটিতে অন্যান্য তারকা কারা অভিনয় করবেন।

Check Also

ঈদরে দু’টি নাটকে ও নাচের অনুষ্ঠানেও দেখা যাবে শখ’কে

  শেরপুর নিউজ ডেস্ক: আনিকা কবির শখ, একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। এবারের ঈদে তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =

Contact Us