Home / বিনোদন / ‘ইমার্জেন্সি’তে বাধা, রেগে আগুন অভিনেত্রী কঙ্গনা

‘ইমার্জেন্সি’তে বাধা, রেগে আগুন অভিনেত্রী কঙ্গনা

শেরপুর নিউজ ডেস্ক:

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তির আগেই নানা বিতর্কের মুখে পড়েছে। প্রথমে সেন্সর বোর্ড থেকে বাধা আসে, এরপর ছবিটি কিছু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানার অভিযোগের সম্মুখীন হয়। এরপর, একটি ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয় যে, বাংলাদেশেও ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে বাংলাদেশ সরকার ছবিটির মুক্তি বন্ধ করেছে। তবে পরে জানা যায়, এই খবরটি ভুল। আসলে ছবিটি বাংলাদেশে মুক্তির জন্য কোনো আবেদনই করা হয়নি।

এ সকল বিতর্ক নিয়েই গত ১৭ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পায় কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’। কিন্তু বিতর্ক এখনও অব্যাহত। ভারতের এক ধর্মীয় সম্প্রদায় সংগঠনের দাবি, এই ছবিতে বিকৃত করা হয়েছে ইতিহাসকে। যা শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ ছড়াবে বলে দাবি তাদের। ফলে এই ছবি মুক্তির নিষেধাজ্ঞায় পাঞ্জাবের সরকার প্রধানকে চিঠি দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এমতাবস্থায় বিশেষ পদক্ষেপ নিয়েছে পাঞ্জাবের হল মালিকরা। তারা এই ছবি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আর সে প্রসঙ্গেই রেগে চড়াও হলেন ছবির অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। তার মতে, এই বাধা শিল্পী ও শিল্পীকে হেনস্তা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে কঙ্গনা উল্লেখ করেন, ‘একে বলে শিল্প ও শিল্পের হেনস্তা। পাঞ্জাবের বেশ কিছু শহরে ‘ইমার্জেন্সি’র প্রদর্শন হতে দেয়া হচ্ছে না। সব ধর্মের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। এই ছবি ও আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য মিথ্যে গুজব রটানো হচ্ছে।’ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল, যা রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তুলেছিল ভারতকে। সে কাহিনিই উঠে এসেছে ‘ইমার্জেন্সি’তে। এছাড়াও ছবিতে দেখানো হয়েছে ইন্দিরা গান্ধী কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে মুক্তি যুদ্ধতে সাহায্য করেছিলেন।

উল্লেখ্য, ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। সিনেমাটি পরিচালনা, চিত্রনাট্য এবং প্রযোজনা করেছেন অভিনেত্রী নিজেই।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + four =

Contact Us