সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / ভারত থেকে আরো ৫০ হাজার টন চাল কিনছে বাংলাদেশ

ভারত থেকে আরো ৫০ হাজার টন চাল কিনছে বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক:

ভারত থেকে আরো ৫০ হাজার টন চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ২৭৫ কোটি ৩০ লাখ টাকা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

 

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৫ এর আওতায় ৫০ হাজার মেট্রিকটন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।

প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৪৫৮.৮৪ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

এদিকে, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, সব ধরনের চালের দাম বাড়েনি। চালের একটি ধরনের দাম বেড়েছে, সেটি সরবরাহ পদ্ধতির কারণে হচ্ছে।’

চাল আমদানি বন্ধ হবে না জানিয়ে তিনি আরো বলেন, ‘ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে না। তাদের অ্যাকাউন্টও বন্ধ হবে না।’

যেখান থেকেই সম্ভব চাল আমদানি করে মজুত বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

এর আগে, গত ৪ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে মোট ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়া হয়।

Check Also

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা

শেরপুর নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারির) ১৮ দিনে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =

Contact Us