শেরপুর নিউজ ডেস্ক: শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওয়াই-ফাই এর সংযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। এতে অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে ভূস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা প্রহরী সুমন মিয়া জানান, আজ সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ইউএনও’র কক্ষে বিকট শব্দ হয়। তারপরে তিনিসহ অন্যান্য কর্মকর্তা অফিস কক্ষের তালা খুলে দেখতে পান আগুনে পুড়ছে অফিস কক্ষ। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা তাহমিনা আক্তার বলেন, ওয়াই ফাইয়ের সংযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। নাশকতা বা অন্যকোন ঘটনা ঘটেনি। এই অগ্নিকান্ডে টিভি, সোফা, এসি, ফ্রিজ, চেয়ার-টেবিল সহ প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনা জানার পরেই তাৎক্ষণিক শিবগঞ্জ ফায়ার স্টেশনকে জানানো হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Bogura Sherpur Online News Paper