শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা গত শুক্রবার রাতে বাদি হয়ে এক কিশোরসহ চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলো-সাইফুল ইসলামের স্ত্রী আছিয়া বেগম (৪৮), আব্দুল মালেকের ছেলে সেলিম (৩০) ও সাইফুল ইসলামের ছেলে আশিক (৩২)।
থানায় মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী গত শুক্রবার ইফতারের পর পাশে একটি দোকানে যায়। এই সময় প্রতিবেশী সাইফুল ইসলামের ছেলে কিশোর (১৪) ওই ছাত্রীকে মোবাইলে গেম খেলার কথা বলে ডেকে অন্ধকার গলিতে নিয়ে যৌন-নিপীড়ণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।
এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে শেরপুর থানায় চারজনের বিরুদ্ধে যৌন নিপীড়ণ আইনে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, যৌন নিপীড়ণের একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



Users Today : 60
Users Yesterday : 230
Users Last 7 days : 1673
Users Last 30 days : 8756
Users This Month : 8126
Users This Year : 8126
Total Users : 529446
Views Today : 125
Views Yesterday : 362
Views Last 7 days : 2757
Views Last 30 days : 15033
Views This Month : 13850
Views This Year : 13850
Total views : 803965
Who's Online : 1