সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / আমি উপদেষ্টা হতে চাই না: সাদিয়া আয়মান

আমি উপদেষ্টা হতে চাই না: সাদিয়া আয়মান

শেরপুর নিউজ ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান বলেছেন, আমি উপদেষ্টা হতে চাই না। সবার যে আসন নিতে হবে কিংবা রাজনৈতিক জায়গা তৈরি করতে হবে এমন তো কোন কথা নেই। তো আমিও সেই আসন চাই না। কারণ, তাহলে তো আমি প্রাণ খুলে কথা বলতে পারব না। দেশের নাগরিক হিসেবে কোনো সমস্যা হলে যেই পয়েন্টগুলো ধরে কথা বলার কথা আমি আসনে বসলে সেই কথাগুলো বলতে পারব না। সো আমি না হয় কথা বলার লোকই থাকি, কাজের জন্য তো বড় বড় লোক তো আছেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাদিয়া আয়মান বলেন, রাজনীতি আমি বুঝি না। আন্দোলনের সময় আমি অনেক স্টাডি করেছি। যাই ঘটেছে সেগুলো সবসময় জানার চেষ্টা করেছি। আমি যখন ‘ল’ পড়েছি সে সময় আমার ক্রাইমের বই কিংবা ক্রাইমের কেইসগুলো স্টাডি করতে বেশ ভালো লাগতো।

প্রসঙ্গত, সাদিয়া আয়মান টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয়ের জন্য বিশেষভাবে সমাদৃত হন, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন।

Check Also

ফাঁস হওয়া আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন ঊর্বশী

শেরপুর নিউজ ডেস্ক: বাথরুম থেকে ফাঁস হয়েছিল বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি আপত্তিকর ভিডিও। ২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

Contact Us