সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / অস্কারে সেরা ছবির দৌড়ে বাংলা সিনেমা ‘পুতুল’

অস্কারে সেরা ছবির দৌড়ে বাংলা সিনেমা ‘পুতুল’

 

শেরপুর নিউজ ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এই অস্কারে ‘সেরা ছবি’ বিভাগে জায়গা করে নিয়েছে ভারতীয় বাংলা ছবি ‘পুতুল’। প্রথম বাংলা ছবি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে নির্মাতা ইন্দিরা ধর মুখার্জী পরিচালিত চলচিত্রটি। শুধু তাই নয়, সেখানেই আরও ‘মোয়ানা টু’, ‘মুফাসা : দ্য লায়ন কিং’-এর মতো আরও ৩৮টি ছবির সঙ্গে জায়গা করে নিয়েছে।

গত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুল’। ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী শংকর, মুমতাজ সরকার, ভেনেসার মতো তারকারা। এই ছবিরই গান ‘ইতি মা’-এর জন্য অস্কার দৌড়ে ছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও। কিন্তু প্রতিযোগিতায় ছিটকে যায় গানটি। এবার ‘পুতুল’-এর এই সাফল্যে আশাবাদী পরিচালক।

ইন্দিরা ধর মুখার্জী বলেন, আমি অ্যাকাডেমি এবং পুরো অস্কার কমিটির কাছে খুবই কৃতজ্ঞ এই ছবিটাকে পছন্দ করার জন্য, আমার কাজ পছন্দ করার জন্য। আমার পরিচালনা, লেখা পছন্দ করার জন্য। ছবিটা সেরা ছবি বিভাগে মনোনীত হয়েছে। অ্যাকাডেমির ওয়েবসাইটে এখন সেটা বেরিয়েও গেছে। এটাই সবথেকে বড় ভ্যালিডেশন।

পরিচালকের কথায়, খুব ভুল না হলে প্রথমবার সেরা ছবি বিভাগে একটা বাংলা ছবি প্রতিযোগিতা করছে। ছবির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। এটা আমার প্রথম ছবি। আর নতুন পরিচালক, প্রযোজক হিসেবে বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। ছবি অনেক সময়ই বাইরে মুক্তি পায়, কিন্তু এই ছবি স্বীকৃতি পেল। অস্কার তো ছবির জগতে সর্বোচ্চ স্থানে রয়েছে, তাই খুব ভালো লাগছে।

Check Also

ফাঁস হওয়া আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন ঊর্বশী

শেরপুর নিউজ ডেস্ক: বাথরুম থেকে ফাঁস হয়েছিল বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি আপত্তিকর ভিডিও। ২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =

Contact Us