সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / আমি সুগার মাম্মি হতে চাই : সুবাহ

আমি সুগার মাম্মি হতে চাই : সুবাহ

শেরপুর নিউজ ডেস্ক: আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি। সেসব কাটিয়ে এখন অভিনয় ও গান নিয়েই ব্যস্ততা তার। দিন কয়েক আগে সুবাহর একটি ‘আমি তোমায় দিলাম’মুক্তি পেয়েছে।

জানা গেছে, সম্প্রতি সেই গানটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুবাহ। শুধু কাজ বা গান প্রসঙ্গই নয়, সেখানে সুবাহ কথা বলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েও।

সেই সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে সুবাহকে বলতে শোনা যায়, তিনি একটা সময় ‘সুগার মাম্মি’ হতে চান! অভিনেত্রীর কথায়, ‘আমি সুগার মাম্মি হতে চাই, বয়স চল্লিশের পর।’

আবার এক প্রশ্নের জবাবে সুবাহ বলেন, ‘আগে আমার বয়স চল্লিশ হোক, তারপর বুক দিতে বলব।’

অভিনেত্রী সুবাহর এমন খোলামেলা মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে নেটিজেনদের মাঝে। অনেকে বিষয়টি যেমন মজা হিসেবে নিয়েছেন, আবার অনেকে তার এই মন্তব্য নিয়ে সমালোচনা করছেন।

উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবাহ। রফিক শিকদার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র। তিনি সিনেমার চেয়ে ব্যক্তিজীবন জীবন নিয়েই বরাবরই আলোচনায় এসেছেন। সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও টেকসই হয়নি।

Check Also

গ্র্যামি অ্যাওয়ার্ড অভিবাসীদের উৎসর্গ করলেন শাকিরা

শেরপুর নিউজ ডেস্ক: জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা চতুর্থবারের মতো গ্র্যামি জয় করলেন। ‘লাস মুজেরেস ইয়ো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Contact Us