Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়া আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

বগুড়া আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের সবগুলোতে জয়ী হয়েছে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেল। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) ভোট গ্রহণ শেষে রাত সোয়া ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বর্তমান সাধারণ সম্পাদক এড. জহুরুল হক জাফর।

৪৪০ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেলের এড. আতাউর রহমান খান মুক্তা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের এড. রিয়াজ উদ্দীন পেয়েছেন ১৫৭ ভোট। ৩৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের এড. রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত পল্টু-ববি পরিষদের প্রার্থী আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন ৩২৯ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আতিকুল মাহবুব সালাম ও শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মন্ডল ও এসএম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস আব্দুল্লা-হীল বাকি লিপন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন-আশাবুদ জামান আশিব, নিউটন খন্দকার, মিন্টু কুমার সরকার, মোস্তফা শাকিল ও মৌসুমী আকতার।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এড. জহুরুল হক জাফর জানান, এবারের নির্বাচনে ১৩টি পদে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও জাসদ’র মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিএনপি, জামায়াত পূর্ণ প্যানেল এবং জাসদ আংশিক প্যানেল দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। মোট ৮৬২ ভোটারের মধ্যে ৭৮৯ জন ভোট দিয়েছেন।

Check Also

বগুড়ায় এক মাসে ১৪৬জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় গত নভেম্বর মাসে মাদকবিরোধী অভিযানে ১৪৬জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

Contact Us