সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি ইসলামী আন্দোলনের

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি ইসলামী আন্দোলনের

শেরপুর নিউজ ডেস্ক:

অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী টাওয়ারে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন।

রেজাউল করীম বলেন, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনীর সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া, অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা অন্তর্বর্তী সরকারের জনসমর্থন হারানোর কারণ হতে পারে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের বেনিফিসিয়ারি ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক।

আন্দোলনে আহতদের কোনো ধরনের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর।

নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করীম বলেন, নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ ও সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার।

জোট গঠন নিয়ে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে দলটির আমির বলেন, যারাই দেশের কল্যাণে কাজ করবে, তাদের সঙ্গে জোট করবে ইসলামী আন্দোলন।

Check Also

নির্বাচন পরবর্তীতে সংস্কার চলমান রাখবে সে নিশ্চয়তা নেই: নাহিদ ইসলাম

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =

Contact Us