সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কীভাবে জানালেন সংস্কার কমিশন প্রধান

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কীভাবে জানালেন সংস্কার কমিশন প্রধান

শেরপুর নিউজ ডেস্ক:

পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, সেটা ভুল ধারণা। এক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটি সবার উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘সংবিধানকে নানা সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এক-তৃতীয়াংশ পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে।’

মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারো নেই জানিয়ে তিনি আরো বলেন, ‘বর্তমানে সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে, যা পরিবর্তন করতে হবে।’

সংরক্ষিত আসন নিয়ে নির্বাচন সংস্কার কমিশনপ্রধান বলেন, ‘এখানে নারীকে প্রতীকী অবস্থায় নিয়ে যায়। সে সঙ্গে নারীকে অবমূল্যায়ন করা হয়। তাই সংস্কার প্রয়োজন। সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে হবে। ৪০০ আসন হলে ১০০টি নারীর জন্য বরাদ্দ করতে হবে, তাও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত নির্বাচনের মাধ্যমে।’

জনগণের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব বলেও জানান বদিউল আলম। বলেন, ‘তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন বলেন, ‘বিগত সময়গুলোতে রাজনৈতিক সংকটে এই সংবিধান সমাধান করতে পারেনি। বরং সংকট বাড়িয়েছে।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা, সেটা আলোচনার বিষয়। তবে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে সংবিধান থেকে শুরু করে সব কিছুই সংশোধন সম্ভব।’

Check Also

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী নারীরা পেলেন মার্কিন অ্যাওয়ার্ড

শেরপুর নিউজ ডেস্ক:জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া একদল নারীকে ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডে’ মনোনীত করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

Contact Us