Bogura Sherpur Online News Paper

শেরপুর

শেরপুরে মাইক্রোবাস থেকে ৭৭৪ বোতল মদ উদ্ধার

নিউজ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দাওধারা কাটাবাড়ী এলাকা থেকে পুলিশের অভিযানে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নালিতাবাড়ি উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হোসেনের ছেলে আলী হোসেন (২৬)।

জানা গেছে, বুধবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এসময় একটি মাইক্রোবাস আটক করা হয়।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, একটি মাইক্রোবাসযোগে মাদক কারবারিরা মদ নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাসি করে এসব মাদক উদ্ধার করে। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us