Home / খেলাধুলা / বিপিএলের উন্মাদনা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

বিপিএলের উন্মাদনা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর। এ ছাড়া আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ঘরোয়া এই টুর্নামেন্টের। আসন্ন এই টুর্নামেন্টকে ঘিরে বড় পরিসরে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টকে ভিন্ন মাত্রা দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যুক্ত আছেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

সোমবার (৪ নভেম্বর) বিসিবির প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সঙ্গে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সঙ্গে জড়িত। বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না, যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আমাদের আছে, সেটাই এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে।’

ফাহিমের দাবি, ‘বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি। শুধু খেলা না, খেলার বাইরেও আরো অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সঙ্গে কানেক্টেড থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে, সেটাও এখানে উঠে আসবে। সত্যিটা পুরো বিপিএলে আমরা দেখানোর চেষ্টা করব।’

Check Also

বিশ্বকাপ আয়োজক হিসেবে সর্বোচ্চ নম্বর পেল সৌদি আরব

শেরপুর নিউজ ডেস্ক: ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব একমাত্র বিডার ছিল। ফলে, আনুষ্ঠানিক ঘোষণা না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

Contact Us