সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / কাজিপুরে সোনামুখী মেলায় সেনাবাহিনীর যৌথ অভিযান,১০ জনের কারাদন্ড

কাজিপুরে সোনামুখী মেলায় সেনাবাহিনীর যৌথ অভিযান,১০ জনের কারাদন্ড

 

শেরপুর নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় সেনাবাহিনী ও এনএসআই যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার। গতকাল সোমবার দিবাগত রাত ১২টায় অভিযানের সময় অশ্লীল নৃত্য পরিবেশনকারী নারী, পরিচালনা কমিটির লোকজনসহ উপস্থিত মোট ২শ’ জন দর্শককে আটক করা হয়। পরে আটককৃতদের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। বাকীদের থেকে মুচলেকা গ্রহণের পর ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, হিন্দুধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষ্যে দীর্ঘ ৩১০ বছর ধরে সোনামুখীতে মেলা বসে। তবে গত এক সপ্তাহ যাবৎ মোট ছয়টি প্যান্ডেলে যাদু ও পুতুলনাচের নামে অশ্লীল নৃত্য চলছিল। সেইসাথে উচ্চস্বরে মাইক বাজিয়ে পুরো মেলা এলাকায় শব্দদূষণ সৃষ্টি করা হয়েছিল। সোনামুখী এলাকার কিছু প্রভাবশালী লোকজন এই অশ্লীলতাকে প্রশ্রয় দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, সোনামুখী মেলায় যাদু দেখোনোর নামে অশ্লীল নৃত্য ও গান চলার গোপন তথ্য পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অশ্লীল নৃত্যের প্যান্ডেলগুলো ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ সেনা সদস্যরা।

Check Also

পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক নিহত

শেরপুর নিউজ ডেস্ক: পাবনায় ওয়াজ মাহফিলে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =

Contact Us