ধুনট (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার ধুনটে শিল্পী খাতুন (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। ২ সন্তানের জননী শিল্পী খাতুন ওই এলাকার কৃষক বাবর আলীর স্ত্রী।
ঘটনার দিন পারিবারিক বিষয়াদি নিয়ে স্ত্রী শিল্পী খাতুনের সাথে স্বামী বাবর আলীর ঝগড়া হয়। বিকেলে শিশু সন্তান মাকে ডাকতে গিয়ে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়রা জানায়, ওই দিন বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।