সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শাজাহানপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

শাজাহানপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা:

“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে বগুড়ার শাজাহানপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা সেমিনার রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার কাজী ফাতেমা তুস যোহরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামিম হোসেন,মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু ,ব্রাক জেলা সমন্বয় বাবলী সুরাইয়া,টিএমএসএসের কিশোর কিশোরী ক্লাবের সমন্বয় মরিয়ম আকতার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।

পরে কন্যা শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Check Also

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =

Contact Us