সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / সবসময় মেয়েকে সঙ্গে রাখার কারণ জানালেন ঐশ্বরিয়া

সবসময় মেয়েকে সঙ্গে রাখার কারণ জানালেন ঐশ্বরিয়া

শেরপুর নিউজ ডেস্ক:

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের একমাত্র কন্যা আরাধ্য। চলতি বছরেই ১৩ বছরে পা রেখেছে আরাধ্য। বাবা-মা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকায় জন্মের পর থেকেই লাইট, ক্যামেরার সামনেই বেড়ে উঠতে হয়েছে তাকে। বলিউডের তারকা দম্পতির মেয়ে হওয়ায় আরাধ্যকে নিয়ে ভক্তদের আগ্রহেরও কমতি ছিল না।

প্রায় সবসময় দেখা যায়, মা ঐশ্বরিয়ার হাত ধরেই বিভিন্ন স্থানে হাজির হন আরাধ্য। এবারো যেমন তেমনই চিত্রের দেখা মিলল।

প্যারিস ফ্যাশন উইক হোক কিংবা আবু ধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) উৎসব, সব জায়গাতেই ঐশ্বরিয়ার পাশে থাকেন মেয়ে আরাধ্য।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে আবু ধাবিতে অনুষ্ঠানের গ্রিন কার্পেটে মেয়ের হাত ধরেই সামনে এলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

তবে কেন সর্বদা মেয়েকে নিয়ে ঘোরেন ঐশ্বরিয়া? আইফার মঞ্চে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পোজ দেয়ার সময় সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন তিনি।

এক ভিডিওতে দেখা গেছে, রেড কার্পেটে আরাধ্যর সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন ঐশ্বরিয়া। ঠিক তখনই একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, কেন আরাধ্য সর্বদা সর্বত্র তার সঙ্গে থাকে?

জবাবে সাবেক বিশ্বসুন্দরী বলেন, ‘ও আমার মেয়ে। তাই ও আমার সঙ্গে সব জায়গায় যায়’।

এরপর ওই সাংবাদিক আরো বলেন, ‘আরাধ্য ইতিমধ্যেই সেরাটা শিখছে আপনার থেকে’। পাল্টা ঐশ্বরিয়া তার হাত মুঠো করে শূন্যে তুলে জানান, ‘তার মেয়ে আসলেই সেরা।’

গেল সপ্তাহের শুরুতে, আরাধ্যকে নিয়েই প্যারিসে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে ল’রিয়াল প্যারিসের একটি ইভেন্টে মার্জার সরণীতে হাঁটেন নায়িকা। এরপর আইফার মঞ্চেও একসঙ্গে দেখা মিলল মা-মেয়ের।

Check Also

বলিউডের রিয়াকে আইনি নোটিশ

শেরপুর নিউজ ডেস্ক: ৫০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − twelve =

Contact Us