Bogura Sherpur Online News Paper

অপরাধ জগত

বগুড়ায় তিন ফেন্সিডিল কারবারির জেল ও জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:

বিশেষ ক্ষমতা আইনের মামলার রায়ে বগুড়ায় অভিযুক্ত তিন ফেন্সিডিল কারবারির দুই বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো-জেলার দুপচাঁচিয়া উপজেলার বিশা গ্রামের মৃত গায়েন মন্ডল ওরফে বুধোর ছেলে ইদ্রিস আলী (৫৮), ছয়মুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৫০) ও নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (২৮)। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ইদ্রিস আলী জামিনে গিয়ে পলাতক আছে এবং গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই মামলার রায় দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের বিশাগ্রামের ইদ্রিস আলীর বাড়ি ঘেরাও করে র‌্যাব-১২’র সদস্যরা। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইদ্রিস আলী পালিয়ে যায়। এসময় র‌্যাব সদস্যরা ওই বাড়িতে উপস্থিত নাজমুল হোসেন ও রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে ইদ্রিস আলীর ঘরের দু’টি চটের বস্তায় রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ ৩১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। জব্দকৃত ফেন্সিডিল ও আসামিদের দুপচাঁচিয়া থনায় সোপর্দ করা হয়।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. আরাফাত খাতুনে জন্নাত নীলা এবং আসামি পক্ষে এড. বিনয় কুমার দাষ বিশু, এড. পলাশ মহমুদ ও এড. কামরুজ্জমান সোহেল।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us