Bogura Sherpur Online News Paper

অপরাধ জগত

রংপুরে কৃষক হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

রংপুরের মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ আসামি বেকসুর খালাস পান।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ আদেশ দেন। এতে কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- আব্দুস সামাদ, আনোয়ারুল ইসলাম, আব্দুর রশীদ, জামিউল ইসলাম ডলার, সাজু মিয়া , আবু বক্কর, আব্দুল মান্নান ও ইন্তাজ মন্ডল।

খালাস প্রাপ্তরা হলেন- নুরন্নবী, আব্দুর, রউফ, শাহাজাহান, ইকবাল হোসেন ও বাবলু মিয়া। মামলার রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৭ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার কামালপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভিকটিম কৃষক সলিম উদ্দিনের সঙ্গে আসামি আব্দুস সামাদের তর্ক হয়। এরই জেরে আসামি আব্দুস সামাদের নেতৃত্বে অন্য আসামিরা তার উপর হামলা চালায়। এ সময় সলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সলিম উদ্দিনের ছেলে আকমল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করে।

তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিদের মধ্যে ৮ জনের কারাদণ্ডাদেশ দেন এবং ৬ জনকে বেকসুর খালাসের রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রেবেকা সুলতানা ফেন্সি ও অ্যাডভোকেট হারুনর রশীদ জানান, দীর্ঘদিন পরে হলেও মামলার বিচার সম্পন্ন হয়েছে। আমরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণে সক্ষম হয়েছি । এ রায়ের মধ্য দিয়ে ভুক্তভোগীরা ন্যায় বিচার পেয়েছেন।

তবে আসামি পক্ষের আইনজীবী রশীদ চৌধুরী বলেন, এ রায়ে আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us