Home / রাজনীতি / যৌক্তিক সময় হলে হাটে হাঁড়ি ভেঙে দেব: জামায়াত আমির

যৌক্তিক সময় হলে হাটে হাঁড়ি ভেঙে দেব: জামায়াত আমির

শেরপুর নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দেওয়া হবে, তা শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অন্তর্র্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাঁড়ি ভেঙে দেব, দেরি করব না ইনশাআল্লাহ।

শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শহরের হোটেল সাহিদ প্যালেসে চুয়াডাঙ্গা জেলা জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীন।

বিগত আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে ডা. শফিকুর বলেন, বাংলাদেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না, যেখানে ওই সরকার জনগণের রক্ত নিয়ে তাদের হাত রাঙায়নি। শেষ পর্যন্ত অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য তারা খুনের নেশায় পাগল হয়ে উঠেছিল। সেই পাগলামিতে তারা বড় ধরনের দুটো অপকর্ম করেছে। একটি করেছে গণহত্যা, আরেকটি এই দেশের পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছে। তারা দুটোতেই ব্যর্থ হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতের আমির বলেন, আলাদা করে ভারতের ব্যাপারে কিছু বলব না, ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা, বিশ্বসভার সব সদস্য মিলিমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ।

আমরা দেশবাসী মিলে ঐকমত্যের ভিত্তিতে তাদের ওপর এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা ভুল ধরিয়ে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফলাফল পেয়েছি। তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। তারা যেন জাতির আবেগ ও প্রত্যাশার বাইরে কোনো কাজ না করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মেহেরপুর জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

 

Check Also

পুলিশ প্রশাসনে আওয়ামী ক্যাডাররা এখনো রয়েছে-রিজভী আহমেদ

  শেরপুর নিউজ ডেস্ক: পুলিশ প্রশাসনে হাসিনার আওয়ামী ক্যাডাররা এখনো রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

Contact Us