সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / পাঠ্যপুস্তক পরিমার্জনে সমন্বয় কমিটি বাতিল

পাঠ্যপুস্তক পরিমার্জনে সমন্বয় কমিটি বাতিল

শেরপুর নিউজ ডেস্ক:

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত ১০ সদস্যের সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমান।

অফিস আদেশে বলা হয়ে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৫ সেপ্টেম্বরের স্মারকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

গত ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে ১০ সদস্যের কমিটি গঠন করে দেয়। এতে প্রধান করা হয় প্রধান শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

Check Also

এইচএসসির ফল ১৭ অক্টোবরের মধ্যে হতে পারে

শেরপুর নিউজ ডেস্ক: মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eighteen =

Contact Us