Home / বগুড়ার খবর / শেরপুরে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে দুদুকের শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে দুদুকের শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বেলা এগারোটায় দুর্নীতি দমন কমিশন বগুড়া ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপ-সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলহাজ¦ মাহবুবুল আলম হিরু, গোলাম মোস্তফা, আফরোজা নার্গিস সাথী, প্রতিভা রানী, নারী কাউন্সিলর শারমিন আক্তার, করুনা রানী ঘোষ, সাংবাদিক আব্দুল আলীম, ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন। পরে উপজেলার বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষ উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে ছিল-স্কুল ব্যাগ, পার্চ, ছাতা, কলমদানী, টিফিন বক্স, পানির বোতল, জ্যামিতি বক্স, খাতা ও স্কেল।

Check Also

শেরপুরে প্রতারণা করে ৩৯৮ বস্তা আটা আত্মসাতের চেষ্টা আটাসহ ট্রাক উদ্ধার

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে ৩৯৮ বস্তা আটা ও একটি ট্রাক আত্মসাৎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Contact Us